কলকাতা

‘টিএমসি সেটিং মাস্টার’, কৈলাসকে কটাক্ষ করে বিজেপির দফতরের বাইরে পোস্টারের ছয়লাপ

বাংলায় বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে বিজেপির। আর বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। বিজেপির অন্দরে কৈলাসের সঙ্গে মুকুল রায়ের ঘনিষ্ঠতা সবার জানা। আর মুকুল রায় বিজেপি ত্যাগ করতেই তথাগত রায়ের মতো বর্ষীয়াণ বিজপি নেতা বলেন যে মুকুলের বন্ধু কৈলাসকেও নিয়ে নিক তৃণমূল। এহেন পরিস্থিতিতে গতকাল থেকেই শহরজুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতের মধ্যেই বিজেপির মুরলীধর সেন লেনের রাজ্য দপ্তরের বাইরে কৈলাস বিরোধী পোস্টারে ছেয়ে গিয়েছে গোটা এলাকা। শুধু মুরলীধর সেন লেনের বাইরেই নয়। হেস্টিংসে কার্যালয়ের বাইরেও পড়েছে এই পোস্টার। এছাড়া কৈলাস বিরোধী পোস্টার দেখা যাচ্ছে দমদম বিমানবন্দরের কাছেও। ভিআইপি রোডের ধারে দেখা যাচ্ছে কৈলাস বিরোধী পোস্টার। তাতে লেখা রয়েছে ‘‌টিএমসি সেটিং মাস্টার কৈলাস’‌, এবং গো ব্যাক লেখাও। কারা এই পোস্টার লাগিয়েছেন, তা অবশ্য জানা যায়নি। যদিও তাঁকে নিয়ে দলের অন্দরেই ক্ষোভ বিস্তর, সূ্ত্রের খবর এমনটাই। রাজনৈতিক মহলের মতে, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে মানতে চাইছেন না রাজ্য বিজেপির একটি বড় অংশের নেতা-‌কর্মীরা। কৈলাসের বিরুদ্ধ গোষ্ঠীর নেতাদের অনুগামীরাই এই ধরণের পোস্টার ছড়িয়ে দিয়েছে রাজ্যে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।