দেশ

দেশে করোনা ভাইরাসের ডেল্টা প্লাস ভেরিয়েন্টে আক্রান্ত ২১, বাড়াচ্ছে উদ্বেগ

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলে সবে ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে ভারত। এর মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে করোনার ডেল্টা প্লাস ভেরিয়েন্ট। ইতিধ্যেই দেশে মোট ২১ জনের শরীরে ডেল্টা প্লাস ভেরিয়েন্টের হদিশ মিলেছে। যা রীতিমতো চিন্তা বাড়াচ্ছে। মহারাষ্ট্রে কমপক্ষে ২১টি ডেল্টা ভেরিয়েন্টের হদিশ মিলেছে। একথা জানিয়েছেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ২১টি কেসের মধ্যে ৯টির হদিশ মিলেশে রত্নাগিরিতে। সাতটি জলগাঁও, দুটি মুম্বইয়ে ও একটি করে পালঘর, সিন্ধুদুর্গ, থানেতে। তিনি বলেন, ‘আমরা এ নিয়ে বিশদ তথ্য সংগ্রহ করেছি। কোথায় আক্রান্তরা ভ্যাকসিন নিয়েছেন, বাইরে কোথাও গিয়েছিলেন কিনা এ নিয়ে তথ্য নেওয়া হয়েছে’। অন্যদিকে বিশেষজ্ঞদের আশঙ্কা, করোনার তৃতীয় ঢেউ আরও মারাত্মক হতে পারে।