চাঞ্চল্যকর তথ্য উঠে এল কসবা ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প নিয়ে। জানা গিয়েছে, ওই ক্যাম্পের ভ্যাকসিন নাকি কোনও পাউডারের সঙ্গে জল মিশিয়ে তৈরি করা হয়েছে। কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ এমনটাই জানিয়েছেন। তাঁর মতে, উদ্ধার হওয়া ভ্যাকসিনের গায়ে যে লেবেল দেখা গিয়েছে তাতে লেখা রয়েছে যে, কোভিশিল্ড রিকম্বিনেন্ট। এর অর্থ হল এই টিকাগুলি কোনও মিশ্রণের দ্বারা তৈরি হয়েছে। তবে কী ধরনের জিনিস বা পাউডার এই মিশিয়ে ভ্যাকসিনগুলি প্রস্তুত করা হয়েছে সেই বিষয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তদন্তের পরই এই বিষয়টা স্পষ্ট হবে। দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তি কসবার বিভিন্ন এলাকায় এই ভুয়ো ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছিলেন। গতকালই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। দেবাঞ্জনের কসবার একটি ক্যাম্প থেকেই টিকা নেন তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী। তবে টিকা নেওয়ার পর তাঁর মোবাইলে কোনওরকম মেসেজ আসে না। সেই সঙ্গে তিনি সার্টিফিকেটও পাননি। তাই সন্দেহ হওয়ায় পুলিশের দ্বারস্থ হন মিনি। এরপরই ঘটনাটি সকলের সামনে পরিষ্কার হয়।