লোকাল ট্রেন চালু করার দাবি উঠল এবার হাওড়া ডিভিশনেও। শুক্রবার এমনটাই দাবি তুললেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। একদিকে যখন শিয়ালদা ডিভিশনে প্রায় প্রতিদিনই লোকাল ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ সংঘটিত হচ্ছে, তখন মানুষের ক্ষোভকে হাতিয়ার করেই শুক্রবার হাওড়া ডিভিশনের ডিআরএম-এর কাছে লোকাল ট্রেন চালুর আবেদন জানান লকেট। লকেট চট্টোপাধ্যায় দেখা করলেন হাওড়া ডিভিশনের ডিআরএম সুমিত নারুলার সঙ্গে। হুগলির সাংসদ এদিন হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন চালুর দাবিতে লিখিত আবেদন জানান। এদিন তিনি বলেন, ‘করোনা বিধিনিষেধের জন্য লোকাল ট্রেন বন্ধ রয়েছে। এদিকে সকলে স্টাফ স্পেশালে উঠতে পারছেন না। অগত্যা বহু মানুষকে বেশি টাকা খরচ করে যেতে হচ্ছে অফিসে।’ বিজেপি সাংসদের দাবি, করোনা পরিস্থিতিতে মানুষের আয় এমনিতেই কমে গিয়েছে, তার ওপর অতিরিক্ত খরচ করে কর্মস্থলে যেতে গিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।