ডেল্টা ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়ার প্রবণতা সবচেয়ে বেশি। যাঁদের টিকা নেওয়া হয়নি, সেই সব মানুষের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার প্রবণতা সবচেয়ে বেশি। এমনই আশঙ্কার কথা প্রকাশ করলেন বিশ্ব স্বাস্থ্যসংস্থার প্রধান। তিনি বলেন, গোটা বিশ্ব জুড়ে ত্রাস, আতঙ্ক ছড়িয়েছে করোনার এই নয়া প্রজাতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বিষয়টি নিয়ে চিন্তিত। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে এমনই আশঙ্কার কথা প্রকাশ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এদিকে ডেল্টার পাশাপাশি ডেল্টা প্লাসও(Delta Plus) হানা দিতে শুরু করেছে। এই ডেল্টা প্লাসের জেরে করোনার তৃতীয় ঢেউ ছড়াবে কি না, তা নিয়েও আশঙ্কা ছড়িয়েছে।