একুশের বিধানসভা নির্বাচনে মূল রণকেন্দ্র ছিল নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামের বয়ালেই ২৭মার্চ প্রথম দফা নির্বাচনে তিন তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই হামলায় গুরুতর জখম হন মমতার এক সৈনিক রবীন মান্না। তাঁর আঘাত গুরুতর হওয়ায় নন্দীগ্রাম থেকে এসএসকেএমে আনা হয়। প্রায় চোদ্দ দিন মৃত্য়ুর সঙ্গে পাঞ্জা লড়েন রবীন। রবীনের মৃত্যুতে কেবল শোক প্রকাশ করেন তৃণমূল সুুপ্রিমো। তৃণমূল ক্ষমতায় সিআইডি এই ‘খুনের’ তদন্ত করবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, কাঁথি মহকুমার হেড়িয়া থেকে রাধাকান্ত দাস নামে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করল সিআইডি। এদিন, অভিযুক্ত বিজেপি কর্মী রাধাকান্ত দাসকে হলদিয়া আদালতে পেশ করা হয়। আদালতে আবেদনের ভিত্তিতে অভিযুক্তকে দশ দিনের জন্য নিজেদের হেফাজতে রাখবে সিআইডি। সূত্রের খবর, রবীন মান্না-সহ আরও সেদিন আরও যে দুই তৃণমূল কর্মী আহত হন, তাঁদের সঙ্গেও প্রয়োজনে কথা বলতে পারেন তদন্তকারীরা। এর আগেও এই ঘটনায় আরও এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে সিআইডি। ঘটনায়, বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল বলেন, “এরা তো যাকে পারে তাকে গ্রেফতার করে ঝামেলা করে। সংগঠনকে দুর্বল করার চেষ্টা করে। সেই ২৭ মার্চ থেকে শুরু হয়েছে। প্রায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। এফআইআরে নাম নেই, নাম জুড়ে দিচ্ছে। যা ইচ্ছে তাই করছে।”