পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে ১০১-এ ঘোরাঘুরি করছে পেট্রোল। ডিজেল সেঞ্চুরির পথে। দাম বেড়েছে রান্নার গ্যাসে, কার্যত জ্বালানির জ্বালায় জ্বলছে আম আদমি। মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা লেগেছে, তাই এবার রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। নির্ধারিত কর্মসূচী অনুযায়ী আজ ও কাল রাজ্যজুড়ে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত, ব্লকে ব্লকে ও টাউনে প্রতিবাদ মিছিল করার নির্দেশ ছিল তৃণমূল নেতৃত্বের। সেইমতো সকাল থেকেই একাধিক জায়গায় পথে নেমে প্রতিবাদ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তবে করোনা বিঁধি মেনেই ৫০ জনের বেশি তৃণমূলের কর্মী ও সমর্থকেরা রাস্তায় নামবেন না বলে জানিয়ে দিয়েছে নেতৃত্ব। সেইমতোই একাধিক জায়গায় শুরু হয়েছে প্রতিবাদ কর্মসূচী। আজ এই মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘ আন্দোলন করে কোনোদিন দাম কমেনি আর কমবেও না। আন্তর্জাতিক মার্কেটের সঙ্গে যখন সামঞ্জস্য আসবে, তখনই দাম কমবে।’ তাঁর দাবি, দাম কমা নির্ভর করবে কোম্পানিগুলোর ওপর। তিনি আরও বলেন, ‘সরকার দাম কমাতে পারে না। রেগুলেটরি কমিটি আছে তারাই সিদ্ধান্ত নেন। রাজ্য সেস কমিয়ে দিক।’