আজ ফের রাজভবনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ বিকেল ৪টের সময় রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। সঙ্গে থাকতে পারে বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দলও। এদিন ট্যুইট করে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল। এর আগে প্রায় ৫০জন বিধায়ককে নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকাড়ের কাছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, মঙ্গলবার তাঁর সঙ্গে রাজভবনে যেতে পারেন কৃষ্ণা কল্যাণী, মনোজ টিগ্গা, নিখিল রঞ্জন দে, বিষ্ণু প্রসাদ শর্মা , দীপক বর্মন, মিহির গোস্বামী, আনন্দময় বর্মন, অশোক কীর্তনিয়ারা। জল্পনা ছড়িয়েছে তারা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ না পেয়ে কমিটি সদস্য পদ থেকে ইস্তফা দিতে পারেন। যদিও এ বিষয়ে বিজেপি নেতৃত্বের কোনও সম্মতি মেলেনি। এদিন রাজ্যপাল ট্যুইটারে লেখেন, ‘পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বিকেল ৪টের সময় রাজভবনে এসে আমার সঙ্গে সাক্ষাত্ করবেন।’ যদিও কী কারণে এই সাক্ষাত্ তা স্পষ্ট করে কিছু জানা যায়নি। যদিও ওয়াকিবহাল মহলের ধারণা, যেহেতু পিএসির চেয়ারম্যান মুকুল রায়কে করা হয়েছে তাই এ বিষয়ে নালিশ জানাতে রাজ্যপালের কাছে দ্বারস্থ হতে পারে বিজেপি বিধায়করা।