জেলা

কাঁকসাতে জলে ডুবে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু

কাঁকসা থানার মিনিবাজার এলাকায় জলে ডুবে মৃত্যু হল  দ্বাদশ শ্রেণির এক ছাত্রের। পুলিস জানিয়েছে, মৃতের নাম জিতেন্দ্র রায় (১৮)। বুদবুদ থানার অনুরাগপুর গ্রামের বাসিন্দা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কাঁকসা ব্লক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক ও তাঁর এক বন্ধু  এদিন সকালে ওই বিশাল জলাশয়ে স্নান করতে নামে। স্নান করতে গিয়ে হঠাৎ জিতেন্দ্র রায় জলে তলিয়ে যায়। তাঁর বন্ধু ও এলাকাবাসীরা জলে তল্লাশি চালিয়ে তাঁকে উদ্ধার করেন।