কলকাতা

জয়েন্টের দিন পরীক্ষার্থীদের স্পেশাল ট্রেনে উঠতে দেওয়া হোক, রেলকে আর্জি জানিয়ে চিঠি রাজ্য সরকারের

জয়েন্টের (WBJEE 21) প্রবেশিকা পরীক্ষার পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি চেয়ে রেলকে চিঠি দিল রাজ্য পরিবহণ দফতর। আগামী ১৭ জুলাই, শনিবার এই বছরের ডাব্লুবিজিইই-র ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফার্মেসি ও আর্কিটেকচার বিষয়ের পরীক্ষা হবে। ওইদিন সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত স্টাফ স্পেশাল ট্রেনে পরীক্ষার্থী, অভিভাবক ও পরীক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ট্রেনে ওঠার অনুমতি চেয়ে আজ রেলকে চিঠি পাঠাল রাজ্য। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলকে এই চিঠি পাঠানো হয়েছে। ১৬ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা চালুর অনুমতি দেওয়া হলেও শনিবার ও রবিবার সর্বসাধারণের জন্য নয পরিষেবা ৷ শনিবার মেট্রো চলবে শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের জন্যে । অন্যদিকে রাস্তায় প্রয়োজনের তুলনায় বাস অনেক কম চলছে৷ এমন পরিস্থিতিকে জয়েন্ট পরীক্ষার্থী তথা পরীক্ষার সঙ্গে যুক্তদের কথা মাথায় রেখে রেলকে চিঠি পাঠাল রাজ্য।