জার্মানির বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানী ঘটেছে। এছাড়া নিখোঁজ আছেন আরও অনেকে। বুধবার রাতে শুরু হওয়া এই বন্যায় জার্মানির পশ্চিমাঞ্চলীয় রাইনলান্ড-পালাটিনেট প্রদেশে ছয়টি ভবন ধসে পড়েছে এবং নিখোঁজ আছেন অনেকে। জীবন বাঁচাতে বিভিন্ন বাসা-বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন লোকজন। লোকদের উদ্ধার করতে দমকল বাহিনী ও উদ্ধারকর্মীদের মোতায়েন করা হয়েছে।