কলকাতা

সাত দফায় ভোট রাজ্যে, কোথায় কবে নির্বাচন দেখে নিন…

কলকাতাঃ আজ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে নির্ঘণ্ট ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার। ১১ এপ্রিল থেকে ভোট শুরু হবে। চলবে ১৯ মে পর্যন্ত। তারপর পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ঘোষণা করেন রাজ্যের কোন আসনে কবে ভোটগ্রহণ হবে।

একনজরে দেখে নিন কোন আসনে, কবে হবে নির্বাচনঃ –

প্রথম দফা, ১১ এপ্রিল, ২০১৯ – কোচবিহার, আলিপুরদুয়ার।
দ্বিতীয় দফা, ১৮ এপ্রিল, ২০১৯ – দার্জিলিং, রায়গঞ্জ, জলপাইগুড়ি।
তৃতীয় দফা, ২৩ এপ্রিল, ২০১৯ – মালদা উত্তর, মালদা দক্ষিণ, বালুরঘাট, জঙ্গিপুর, মুর্শিদাবাদ।
চতুর্থ দফা, ২৯ এপ্রিল, ২০১৯ – বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বর্ধমান পূর্ব, বীরভূম আসানসোল, বর্ধমান-দুর্গাপুর।
পঞ্চম দফা, ৬ মে, ২০১৯ উলুবেড়িয়া, বনগাঁ, হুগলি, ব্যারাকপুর, শ্রীরামপুর, আরামবাগ, হাওড়া।
ষষ্ঠ দফা, ১২ মে, ২০১৯ – তমলুক, কাঁথি, ঘাটাল, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মেদিনিপুর, বিষ্ণুপুর।
সপ্তম দফা, ১৯ মে, ২০১৯ জয়নগর, মথুরাপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বসিরহাট, ডায়মন্ড হারবার, বারাসত, যাদবপুর।

প্রতীকী ছবি।