কলকাতা

তৃণমূল কংগ্রেস এখন ভীতঃ রাহুল সিনহা

কলকাতাঃ সাত দফায় পশ্চিমবঙ্গে ভোট, এতেই পরিষ্কার রাজ্যে অরাজকতা রয়েছে। ইসির বার্তা রাজ্যে অবাধ সুষ্টু নির্বাচন করার পরিস্থতি নেই, আমরা এই ভুমিকাকে স্বাগত জানাচ্ছি, বললেন বিজেপির সর্ব ভারতীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি আরও বলেন, না হলে কোনও নেতা বলে কাল থেকে পাচন শুরু। মানুষ বারবার চেয়েছে তারা যেন ভোট দিতে পারে। তৃণমূল কাঁপতে শুরু করেছে। এবার পাচন নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। সাত দফায় তৃণমূলের দফারফা হয়ে যাবে। সাত দফায় নির্বাচন মাত্র তিনরাজ্যে। ফোর্স যেন পুলিস অবজারভার দিয়ে ডেপ্লয় করা হয়। ইউপিতে ৮০ আসন, পুলিসের পুরো দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে থাকে। তিনি আরও বললেন, এর মধ্যে তৃণমূল সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেছে, রমজান মাসের কথা তুলেছে কিন্তু পঞ্চায়েত নির্বাচনের সময় সুপ্রীর্ম কোটের নির্দেশে রমজান মাসে হয়। তৃণমূলের এক নেতা যিনি কলকাতার মহানাগরিকও বটে তাকে দিয়ে রমজানের কথা তুলে ধরার চেষ্টা করছে। তৃণমূল এখন নানান গল্প ফাঁদবে তাই নানান বাহানা করবে। বাংলার মানুষ নয়, তৃণমূল কংগ্রেস সরকারকে অপমান করা হয়েছে কারণ তারা জানে ভোট লুট ছাড়া জিতবে না। আমরা আমাদের সময় মতো প্রার্থী তালিকা ঘোষণা করবো। দেখুন ভিডিও –