কলকাতা

ফোনে আড়ি পাতার প্রমাণ শুভেন্দুর বক্তব্যে, তদন্তের দাবি কুণালের

শুভেন্দু অধিকারীকে ফের এক হাত নিলেন কুণাল ঘোষ ৷ গতকাল তমলুকের সভায় পুলিশ সুপারকে হুঁশিয়ারি দেন শুভেন্দু ৷ তার প্রতিক্রিয়াতেই এদিন সকালে টুইটে বেশ আক্রমণাত্মক দেখা গেল তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা মুখপাত্রকে ৷টুইটে কুণাল লেখেন, “পুলিশকে বদলি আর সিবিআই তদন্তের হুমকি দিয়েছে । নির্লজ্জ, বেহায়া । নারদ মামলায় সিবিআই এফআইআর নেমড অ্যাকিউজড ৷ ক্যামেরার সামনে ঘুষখোর । গ্রেফতারি এড়াতে বিজেপির জুতো পালিশ করছে । তার মুখে সিবিআই নিয়ে হুমকি !!! নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করতে সিবিআই আগে ওকে গ্রেফতার করুক ।” খানিকক্ষণের মধ্যেই ফের আরও একটি টুইট করেন কুণাল ৷ তাতে লেখেন, “প্রকাশ্যে পুলিশকে বলেছে ওর কাছে আমাদের নেতার দফতরের ফোনের কল-লিস্ট, রেকর্ডিং সব আছে । এটা ফোনে আড়ি পাতার প্রমাণ ।” কুণাল এই টুইটেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করেন যাতে অবিলম্বে তদন্ত শুরু করে শুভেন্দুকে জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রান্তটি প্রকাশ্যে আনা হয় ৷ গতকাল তমলুকে সভায় পুলিশকে আক্রমণ করে বিরোধী দলনেতা বলেন, “রাজ্যের অশান্তি নিয়ে কোর্টে মামলা চলছে । তাতে একাধিক পুলিশ কর্তার নাম রয়েছে । তৃণমূলের কথা শুনে ভুল কাজ করায় রাজীব কুমারের মতো অনেক অফিসারকে বিপদে পড়তে হয়েছে। তাই ঠিক মতো কাজ করুন। নাম না করে পূর্ব মেদিনীপুরের এসপি-র উদ্দেশে শুভেন্দু বলেন, ”এখানে একটি বাচ্চা ছেলে এসপি হয়ে এসেছেন। আপানাকে বলে রাখি, এখানে চটিমণি, পিসিমণি কেউ বাচাতে পারবে না। ভাইপোর অফিস থেকে যাঁরা ফোন করেন তাঁদের প্রত্যেকের কল রেকর্ড আমার কাছে রয়েছে। তাই সতর্ক হন। আপনাদের কাছে যদি রাজ্য সরকার থাকে, তবে আমাদের হাতে রয়েছে কেন্দ্রীয় সরকার।আমি তাঁকে বলতে চাই আপনি কেন্দ্রীয় সরকারের অফিসার। এমন কাজ করবেন না যাতে কাশ্মীরের অনন্তনাগ বা বারমুলায় গিয়ে ডিউটি করতে হয়। বেছে বেছে আমাদের নেতা-কর্মীদের মামলা দেওয়া হচ্ছে ! এখনও সময় আছে সচেতন হন । না হলে ভবিষ্যৎ অন্ধকার ।”