শাসকরাই মানছে না করোনা বিধি। সেই চিত্র ফুটে উঠল মধ্যপ্রদেশে। আজ মধ্যপ্রদেশের উজ্জ্বয়নীর মহাকালেশ্বর শিবমন্দিরে হাজির হয়েছিল মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী উমা ভারতী ও অন্যান্য ভিআইপি ব্যক্তিরা। আর তারপরেই মন্দির চত্বরে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি হয়। লাইনে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীরা হুড়োহুড়ি করায় পদপিষ্ট হয়ে গুরুতর জখম হয়েছে অনেকেই। যার মধ্যে মহিলা ও শিশুরা রয়েছেন। পুলিশ কার্যত ভিআইপিদের নিরাপত্তা দিতে ও দর্শনার্থীদের সামাল দিতে গিয়ে হিমশিম খেয়েছে বলে জানা গিয়েছে। করোনা বিধি লাগু থাকায় এতদিন বন্ধ ছিল মহাকালেশ্বর শিবমন্দির। গত মাসেই খুলেছে মন্দির। আর সোমবার পুজো দিতে এসেছিলেন অগন্তি ভক্ত। তখনই মন্দিরের চার নম্বর গেটে আচমকাই পুজো দিতে আসেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, উমা ভারতীর মতো ভিআইপি ব্যক্তিরা। তাদের জন্য বাইরে দর্শনার্থীদের দাঁড়িয়ে থাকা লম্বা লাইন দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয়। আর তাতেই ক্ষিপ্ত হয়ে যায় জনতা। নিরাপত্তার কারণে ভিতরে না যেতে দেওয়ায় তারা ধৈর্য হারা হয়ে হুড়োহুড়ি করতে গিয়ে পদপিষ্টের ঘটনা ঘটে। গুরুতর আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। কিছু জনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দিলেও বাকিরা ভর্তি হাসপাতালে।