ফের পুলিশের জালে ভুয়ো আইপিএস। ভুয়ো আইএএস দেবাঞ্জন দিয়ে শুরু হয়েছে, এবার একাধিক ভুয়ো অফিসার কখনও সিবিআই, ভিজিলেন্স, মানবাধিকার এমনকি আইনজীবি ভুয়ো ধরা পড়ছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন ভুয়ো আইপিএস অফিসার। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ভুয়ো আইপিএস অফিসার, তাঁর গাড়ির চালক ও নিরাপত্তারক্ষী। রাজর্ষি ভট্টাচার্য নামের ওই ব্যক্তি নিজেকে আইপিএস অফিসার বলে দাবি করে নীল বাতি গাড়ি নিয়ে ঘুরত। ছিল নিরাপত্তারক্ষীও। আত্মীয়দের বলত বিশেষ দায়িত্বে রয়েছে। ঘটনাটি জানা গিয়েছে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মার টুইটের মাধ্যমে। রাজর্ষি ওরফে বাবাইকে গ্রেফতার করতে সন্ধান পেয়েই ঘাঁটি গেড়েছিল কলকাতা পুলিশ। তারপরেই তাঁর নিরাপত্তারক্ষীর সূত্র ধরেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। নিরাপত্তারক্ষীকে বাবাই পুলিশের পোশাকে এমনভাবে রেখেছিল যাতে কোনও সন্দেহ না হয়। কবে ও কোথায় গ্রেফতার করা হয়েছে সেই বিষয়ে বিশদে জানায় নি কলকাতা পুলিশ। ভুয়ো আইপিএসকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রতারণা চক্রে জড়িত কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।রাজ্যে এইভাবে একের পর এক ভুয়ো অফিসার ধরা পড়ায় চিন্তিত পুলিশ আধিকারিকরা। কীভাবে এত ভুয়ো অফিসারের জাল ছড়িয়ে রয়েছে তা চিন্তা বাড়াচ্ছে সকলের।