দিল্লিতে সফরের চতুর্থ দিনে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ির সঙ্গে বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় ইলেকট্রিক বাস তৈরির কারখানা করুন। পরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ”আমাদের রাজ্যে যাতে ইলেকট্রিক বাস, অটো, স্কুটারের কারখানা তৈরি করা হয়, তার জন্য আবেদন জানিয়েছি। রাজ্য়ের সড়ক পরিবহণে উন্নতি নিয়ে কথা হয়েছে। কলকাতায় বাড়তি কিছু উড়ালপুলের দাবি জানিয়েছি’।বাংলার সীমানায় বাংলাদেশ, নেপাল, ভুটান এবং উত্তর-পূর্বের রাজ্যগুলি রয়েছে। আমাদের ভাল সড়ক চাই, এই বিষয়টিও জানিয়েছি।” বৃহস্পতিবার গডকড়ীর সঙ্গে মমতার বৈঠক সফরসূচিতেই ছিল। সেই মতোই এই দিন তাঁরা বৈঠক করলেন।মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য়ের পদস্থ প্রশাসনিক আধিকারিকরা। ”সড়ক সম্প্রসারণ ছাড়াও রাস্তাঘাটের মেরামতি নিয়েও আলোচনা হয়েছে।”