দেশ

ফের হিমাচলে ভূমিধস

কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টি, মেঘভাঙা বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। জম্মু ও কাশ্মীরেও একই ছবি। ভূমিধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন বহু মানুষ। আটকে রয়েছেন পর্যটকরাও। এই পরিস্থিতিতে হিমাচলে ফের নামল ধস। সিরমৌরের কাছে। সেই ভিডিও দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা। ভিডিওতে দেখা যাচ্ছে, পাহাড়ের বুক চিরে রাস্তা। সেই পাহাড় ভেঙে ধসে পড়ছে রাস্তার ওপর। নিমেষে গ্রাস করল সেটিকে। এর পর রাস্তার প্রায় ১০০ মিটার অংশের আর দেখা মেলেনি। ভাগ্যক্রমে ওই অংশে তখন কোনও গাড়ি ছিল না। অল্পের জন্য বেঁচে গিয়েছেন পর্যটকরা। টানা দু’‌দিন এই সিরমোরে প্রবল বৃষ্টি হয়েছে। তার জেরেই এই ধস। গতকাল এই সিরমৌরেই একটি খাদে তলিয়ে যায় ভ্যান। মারা যান এক মহিলা। ৯ জন গুরুতর জখম হয়েছেন। মেঘভাঙা বৃষ্টি এবং ধসের কারণে লাহৌল–স্পিতিতে এখনও ১৭৫ জন পর্যটক আটকে রয়েছেন।