দেশ

দ্বাদশ শ্রেণির নম্বর নিয়ে অসন্তোষ থাকলে পড়ুয়াদের পরীক্ষায় বসার সুযোগ, জানাল সিবিএসসি

সিবিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য নতুন পরীক্ষা-নির্দেশিকা জারি। বোর্ডের মূল্যায়নে প্রাপ্ত নম্বর নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রী খুশি নয়, তাঁদের জন্য পরীক্ষায় বসার ব্যবস্থা করবে বোর্ড। এমনটাই ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করল CBSE বোর্ড। পাশাপাশি জানানো হয়েছে, সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরই চূড়ান্ত বলে ধার্য হবে। কীভাবে পরীক্ষাগ্রহণ তাও বিস্তারিতভাবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সকল পড়ুয়ারা ২০২১ সালের প্রকাশিত ফলে কোনও একটি বিষয়ে উত্তীর্ণ হওয়ার মাপকাঠি অতিক্রম করতে পারেননি এবং কম্পার্টমেন্ট ক্যাটেগরিতে রয়ে গেছেন, তাঁরাও পরীক্ষা দিতে পারবেন। দশম এবং দ্বাদশ উভয় শ্রেণির ক্ষেত্রেই কম্পার্টমেন্ট পরীক্ষায় যেকোনও একটি বিষয়ে প্রাপ্ত নম্বর বাড়ানোর সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। দুই ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের যেটি বেশি হবে, রেজাল্টে সেটাই প্রকাশিত হবে।  সিবিএসসি বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরীক্ষা নেওয়া হবে ১৬ অগাস্ট ২০২১ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২১-এর মধ্যে। কবে কোন বিষয়ে পরীক্ষা সেই তারিখও ঘোষণা করা হবে শীঘ্রই। এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।  ফলপ্রকাশের পর থেকেই অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা পাস করানোর দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন কখনও রাস্তায় নেমে, কখনও স্কুলে ভাঙচুর চালিয়ে। কোথাও কোথাও পাস করা সত্ত্বেও প্রাপ্ত নম্বর বাড়ানোর দাবিতে ভাঙচুর বা শিক্ষক ঘেরাওয়ের মতো ঘটনা ঘটে। উচ্চ মাধ্যমিক হোক বা সিবিএসসি দ্বাদশের ফলপ্রকাশ, বিতর্কের বিরাম ঘটেনি। নম্বর বাড়ানোর দাবিতে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের দুটি স্কুলেও প্রিন্সিপাল সহ অন্য শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রী, অভিভাবকরা। এমন অবস্থায় অসন্তুষ্ট পড়ুয়াদের জন্য পরীক্ষার ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করল সিবিএসসি বোর্ড।