আগামী কাল শুক্রবার ডব্লুবিজিইই-র ফল ঘোষণা হবে। জানিয়ে দিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। অনলাইনে দেখা যাবে ফল।
করোনার জেরে গত বছর মার্চ থেকে বন্ধ স্কুল, কলেজ। ২০২০ সালেও বেশ কিছু বিষয়ের বোর্ড পরীক্ষা হয়নি। পিছিয়ে যায় ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা। এ বছরও সিবিএসই, আইসিএসই, রাজ্যের বোর্ড পরীক্ষা হয়নি। বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন হয়েছে। এমনকী পিছিয়ে গিয়েছে রাজ্যের জয়েন্ট পরীক্ষা। আবশেষে ১৭ জুলাই জয়েন্ট পরীক্ষা হয়। পরীক্ষার্থীরা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেন। চলতি বছরে ৯২ হাজার ৬৯৫ জন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছেন। তাঁদের মধ্যে এ রাজ্যের ৬০ হাজার ১০৫ জন। ভিন রাজ্যের রয়েছেন ৩১ হাজার ৫৯৪ জন। পরীক্ষার ঠিক ২০ দিনের মাথায় আগামিকাল প্রকাশিত হবে রেজাল্ট। বৃহস্পতিবার দুপুরে জয়েন্ট্র এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামিকাল বেলা আড়াইটেয় প্রকাশ করা হবে ফল।
দুপুর সাড়ে তিনটে থেকে দু’টো ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট ( www.wbjeeb.nic.in / www.wbjeeb.in )।