দেশ

পানীয়জলের সঙ্কট রুখতে তিনটি পন্থার নিদান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জলসঙ্কটে ধুঁকছে তেলঙ্গনা, তামিলনাড়ু, বেঙ্গালুরু, মুম্বই, দিল্লি সহ দেশের বেশ কিছু অঞ্চল। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে বসার পর প্রথম ‘‌মন কি বাত’‌ অনুষ্ঠানে পানীয়জলের এই সঙ্কট মেটাতে তিনটি পন্থার নিদান দিলেন প্রধানমন্ত্রী। প্রথমত, মোদি দেশবাসীর কাছে আবেদন করেছেন, তাঁর শুরু করা স্বচ্ছ ভারত অভিযানের মতোই জল বাঁচাও অভিযান শুরু করতে হবে। দেশের প্রত্যেক নাগরিককে জলের প্রতিটি বিন্দু বাঁচানোর অঙ্গীকার করতে বলেছেন মোদি। দ্বিতীয়ত, যেভাবে প্রাচীন উপায়ে বৃষ্টির জল ধরে রাখা  হত, সেভাবেই জল সংরক্ষণের আবেদন করেছেন প্রধানমন্ত্রী। এপ্রসঙ্গে পোরবন্দরে মহাত্মা গান্ধীর জন্মভিটের পিছনে ২০০ বছরের পুরনো একটি ট্যাঙ্কের উল্লেখ করেছেন মোদি, যেখানে আজও বৃষ্টির জল ধরে রাখা হয়। মোদি উল্লেখ করেছেন, দেশে এতো বৃষ্টি হলেও মাত্র আট শতাংশ বৃষ্টির জলই সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। এই পরিসংখ্যান কীভাবে বাড়ানো যায় সেনিয়ে চিন্তাভাবনার পরামর্শ দিয়েছেন মোদি। তৃতীয়ত, জল সংরক্ষণে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে চলচ্চিত্র, খেলা বা রাজনীতির জগতের বিশিষ্ট ব্যক্তিদের সচেতনতা অভিযান শুরুর কথা বলেছেন মোদি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশে জলসংকট রুখতে জলশক্তি মন্ত্রকের মাধ্যমে কেন্দ্রীয় সরকার বেশকিছু পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ।