কলকাতাঃ আজ পশ্চিমবঙ্গের প্রথম লেভেল ১ ট্রমা কেয়ার সেন্টার উদ্বোধন এবং চিকিৎসকদের বিশিষ্ট সম্মান প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এসএসকেএম-র ট্রমা কেয়ার সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যের হাসপাতালগুলিতে পে ক্লিনিক ব্যবস্থা চালু করা যেতে পারে। পে ক্লিনিকের এক চতুর্থাংশ টাকা ওই হাসপাতালের উন্নয়নের কাজে ব্যবহার করা যেতে পারে। আর বাকি টাকা জুনিয়র ডাক্তার ও হাসপাতালের কর্মীদের দেওয়া হবে। এতে চিকিৎসা পরিষেবার মানও উন্নত হবে।’ নার্সিংহোমে বেশি খরচের কারণে অনেকেই চিকিৎসা করাতে পারেন না। কম খরচে সরকারি হাসপাতালে যাতে রোগীদের চিকিৎসা করা যেতে পারে, সেই জন্যই এই পে ক্লিনিক ব্যবস্থা। এসএসকেএম-র ট্রমা কেয়ার সেন্টার তৈরি করতে মোট ১০০ কোটি টাকা খরচ হয়েছে। এছাড়াও স্ক্যান ও এমআরআই পরিষেবার জন্য ১৪ কোটি টাকা ব্যয়ের কথাও জানান মুখ্যমন্ত্রী। রাজ্যের অনেক ছেলেমেয়ে মেডিক্যাল পাশ করে অন্য রাজ্যে চলে যান। তাঁদেরকেও এই রাজ্যের হাসপাতালগুলিতে থাকার আবেদন জানান তিনি। দেখুন ভিডিও –