জেলা

পুলিশকে মারধর, গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ২৫০ নারায়ণী সেনা, নীতিশ প্রামাণিক সহ একাধিক নেতার বিরুদ্ধে মামলা দায়ের

ময়নাগুড়িতে জারি ১৪৪ ধারা

 পুলিশকে মারধরে অভিযুক্ত নারায়ণী সেনারা। এই ঘটনায় উত্তেজনা ময়নাগুড়িতে। গ্রেফতার হয়েছেন দুই শতাধিক নারায়ণী সেনা। নীতিশ প্রামাণিক সহ একাধিক নেতার বিরুদ্ধে মামলা দায়ের। ময়নাগুড়িতে পুলিশকে মারধর, পুলিশের গাড়ি ভাঙচুর,পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া এবং যাবতীয় কোভিড বিধিভঙ্গের অভিযোগে ২৫০ নারায়ণী সেনাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দুশো নারায়ণী সেনাকে জলপাইগুড়ি আদালতে নিয়ে গিয়েছে ময়ানগুড়ি থানার পুলিশ। এই ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, ‘প্রথমত এরা কোভিড আইন মানেনি। এদের দুটি ডোজ হওয়া ভ্যাকসিনের সার্টিফিকেট নেই। অথচ এরা গতকাল রাত থেকে এক জায়গায় ২৫০ মানুষ ছিল। আজ সকালে এরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে পুলিশকে মারে। ঘটনায় জখম হয়েছেন ডিএসপি ক্রাইম, আইসি ময়নাগুড়ি সহ মোট ৩ পুলিশকর্মী। একইসঙ্গে এরা জাতীয় সড়ক অবরোধ করেছে ও সরকারি কাজে বাধা দিয়েছে তাই এদের গ্রেফতার করা হয়েছে।’ এই ঘটনায় নারায়াণী সেনাদের আদালতে তোলা হলে হইচই শুরু হয়। ঘটনার জন্য ময়নাগুড়িতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ময়নাগুড়িতে শুরু হয়েছে মাইকিং। আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে ময়নাগুড়ি পুলিশ প্রশাসন এর পক্ষে থানা ও ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। নারায়ণী সেনা কাণ্ডে থানা এলাকার ২০০ মিটারের মধ্যে এবং ময়নাগুড়ি ট্রাফিক মোড় থেকে ২০০ মিটার এলাকা জুড়ে এই ১৪৪ ধারা বলবত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।