কলকাতা

১২ কোচের লোকাল ট্রেন চালানোর দাবিতে দফায় দফায় অবরোধ

সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ-অবরোধ চলছে শিয়ালদা-হাসনাবাদ শাখার বহিরা কালিবাড়ি স্টেশনে। রেল লাইনের ওপর গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। রেল লাইনের ওপর বসেও পড়েছেন অনেকে। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে রেল অবরোধ। মাঝে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলেও পরিস্থিতি যথেষ্টই উত্তেজক। এদিকে অফিস টাইমে অবরোধের জেরে যাত্রী ভোগান্তি চরমে উঠেছে। বিক্ষোভকারীদের দাবি, একে ট্রেনের সংখ্যা কম, তার ওপরে সময়ও অনিয়মিত। প্রায় প্রতিদিনই গাদাগাদি ভিড় হয় ট্রেনে। অফিস টাইমে তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে পড়েও গিয়েছেন অনেকে। অভিযোগ, ট্রেনের সংখ্যা কম থাকায় ভিড়ের মধ্যেই ঠাসাঠাসি করে উঠতে যাচ্ছেন যাত্রীরা। পড়ে গিয়ে হাত-পা ভেঙেছে অনেকের। এমন চলতে থাকলে বড়সড় দুর্ঘটনা হবে বলেও মনে করছেন অনেকে। সমস্যা সমাধানে ১২ কোচের ট্রেন চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে অবরোধের জেরে অফিস টাইমে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। রেলপুলিশ জিআরপি মধ্যস্থতায় আপাতত অবরোধ উঠে গেছে।