বিদেশ

৩১ অগাস্টের পর আফগানিস্তানে একটাও মার্কিন সেনা থাকলে ফল ভালো হবে না, আমেরিকাকে সরাসরি হুমকি দিল তালিবানরা

এবার আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে শুরু করল তালিবান জঙ্গিরা। জানিয়ে দিল, ৩১ অগাস্টের পর আফগানিস্তানে একটাও মার্কিন সেনা থাকলে ফল ভালো হবে না। তালিবানের মুখপাত্র সুহেল শাহিন জানিয়েছেন, বাইডেন জানিয়ে দিয়েছন ৩১ অগস্ট সেনা প্রত্য়াহারের চূড়ান্ত সময়সীমা। উনি যা বলেছেন, সেই কথাই ওনাকে রাখতে হবে। সেই সঙ্গে তাঁর সংযোজন, ৩১ অগস্টের পরে আফগানিস্তানে সেনা থাকতে পারবে না। আর যদি থাকে তাহলে তার ফল আমেরিকাকে ভুগতে হবে। আশা করব ওয়াশিংটন এমন কোনও পদক্ষেপ করবে না, যা আমাদের প্ররোচিত করবে। উল্লেখ করা যেতে পারে, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সম্প্রতি জানান, দরকারে আফগানিস্তান থেকে সেনা প্রত্য়াহার আরও কিছুদিন পিছিয়ে দেওয়া হতে পারে। তবে সেটা কতদিনের জন্য়, সে ব্য়াপারে স্পষ্ট কিছু জানাননি। শুধু এইটুকু বলেছেন, আফগানিস্তানে একজন মার্কিন নাগরিক থাকলেও সেনাকে দেশে ফিরিয়ে আনা হবে না। সেই বিবৃতির প্রেক্ষিতেই এবার পাল্টা হুমকি দিলেন তালিবান মুখপাত্র সুহেল শাহিন।