জেলা

বিহারগামী যাত্রীবাহী বাস থেকে ৩০টি তাজা বোমা উদ্ধার

কুলটিতে একটি বেসরকারি বাস থেকে ৩০টি তাজা বোমা উদ্ধার করল পুলিস ও মিলিটারি ইন্টেলিজেন্স। বাসটি কলকাতার বাবুঘাট থেকে বিহারের গয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। সূত্র মারফত জানা গিয়েছে, সেনাবাহিনীর গোয়েন্দাদের কাছে খবর আসে কলকাতা থেকে বিহারে বিপুল পরিমাণে বোমা সরবরাহ করা হচ্ছে। এরপর অভিযান শুরু হয়। প্রথমে কাঁকসা পুলিসের সহযোগিতা নিয়ে পানাগড়ে এই বাসটিকে থামানোর চেষ্টা করে সেনাবাহিনীর গোয়েন্দারা। কিন্তু বাসটির চালক গতি বাড়িয়ে বিহারের উদ্দেশে এগিয়ে যায়। তখন সেনাবাহিনী কুলটি থানার পুলিসকে খবর দেয়। কুলটি থানা ডুবুরডিহি চেকপোস্টের কাছে নাকা চেকিং শুরু করে। সেই নাকাতে বাসটি আটকে পড়ে। পুলিস ও সেনা বাহিনীর লোকজন বাসের মধ্যে তল্লাশি চালিয়ে একটি কালো ব্যাগে ৩০ টি বোমা উদ্ধার করে। ব্যাগের মধ্যে বোমার দাম লেখা একটি কাগজ পাওয়া যায়। চালক, খালাসী ও কন্ডাক্টরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। বাসটিতে ১৮ জন যাত্রী ছিল। বাকি যাত্রীদের অন্য গাড়িতে করে বিহারে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার পরই আন্তঃরাজ্য বাস পরিষেবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।