দেশ

রাষ্ট্রায়ত্ত ব্যাংক-এ পারিবারিক পেনশনের পরিমাণ বৃদ্ধিতে সায় কেন্দ্রীয় সরকারের

রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মচারীদের পরিবারের জন্য সুখবর শোনাল কেন্দ্রীয় সরকার ৷ ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের তরফে দেওয়া প্রস্তাব মেনে নিয়েছে কেন্দ্র ৷ এখন থেকে কোনও কর্মচারীর শেষ বেতনের ৩০ শতাংশ পারিবারিক পেনশন হিসেবে দেওয়া হবে ৷ এর ফলে ব্যাংক কর্মচারীদের পরিবারের পেনশন ৩০ থেকে ৩৫ হাজার টাকা বৃদ্ধি পেতে চলেছে ৷ বুধবার এই ঘোষণা করেছেন অর্থমন্ত্রকের ফিনান্সিয়াল সার্ভিসের সচিব ৷ মুম্বইতে যে সাংবাদিক বৈঠকে তিনি এই ঘোষণা করেন, সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও ৷ কেন্দ্রের সঙ্গে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের গত বছরেরে ১১ নভেম্বর একটি দ্বিপাক্ষিক আলোচনা হয় ৷ সেখানেই এই প্রস্তাব দেওয়া হয় ৷ সেটাই এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী মেনে নিলেন বলে জানানো হয়েছে ৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে এর আগে ১৫, ২০ ও ৩০ শতাংশ হিসেবে পারিবারিক পেনশন মিলত ৷ যার সর্বাধিক পরিমাণ ছিল ৯২৮৪ টাকা ৷ এবার সেটাই বাড়িয়ে দেওয়া হল ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রস্তাব মতো ৷ এছাড়া কর্মচারীদের এনপিএস-এ এখন ব্যাংক গুলির তরফে ১০ শতাংশ করে দেওয়া হয় ৷ সরকার সেটা বাড়িয়ে ১৪ শতাংশ করার বিষয়ে সম্মতি দিল ৷ এদিন কেন্দ্রের তরফে এই ঘোষণাও করা হয়েছে ৷ কেন্দ্রীয় সরকারের এই দুই সিদ্ধান্তের রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের পারিবারিক পেনশন যাঁরা পান, তাঁদের উপকার হবে ৷