জেলা

৬০ নম্বর জাতীয় সড়কে গ্যাস ট্যাঙ্কারে আগুন

প্রিয়াংকা সেনগুপ্ত,পশ্চিম মেদিনীপুরঃ বুধবার সন্ধ্যে ৬টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার অন্তর্গত ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর মকরামপুর টোল প্লাজার কাছে একটি গ্যাস ট্যাঙ্কারে হঠাৎই আগুণ লেগে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে ,গ্যাস ট্যাঙ্কারটি উড়িষ্যার দিক থেকে আসছিল। মকরামপুর টোল প্লাজার সামনে গাড়ীটি দাঁড়িয়ে থাকার সময় হঠাৎই প্রত্যক্ষদর্শীরা লক্ষ্য করেন , ট্যাঙ্কারটির ইঞ্জিনের তলায় আগুণ লেগে গেছে। সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে ছুটে যান টোল প্লাজার কর্মীরা। ড্রাইভার ও খালাসীকে নামিয়ে নেওয়া হয়। বিস্ফোরণের আশঙ্কায় খালি করে দেওয়া হয় পুরো টোল প্লাজা সংলগ্ন এলাকা। পরে খড়্গপুর থেকে দমকলের গাড়ি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ট্যাঙ্কারের ইঞ্জিনের অংশটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। গাড়ির ইঞ্জিন ও ব্যাটারি সংযোগের অংশে ঘর্ষণের ফলে সর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে দমকলকর্মীদের অনুমান ।