দেশ

রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২১ বিমান, নিরাপদে পাইলট

ফের দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ু সেনার মিগ-২১ বাইসন যুদ্ধ বিমান। বুধবার রাজস্থানের বার্মারে ভেঙে পড়ে বায়ু সেনার এই যুদ্ধ বিমান। জানা গিয়েছে প্রশিক্ষণরত অবস্থায় বিমানটি ভেঙে পড়ে। তবে পাইলট নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। এর আগেই মিগ-২১ বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছিল। এক বিবৃতিতে বায়ু সেনার পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আইএএফ মিগ-২১ বাইসন এয়ারক্রাফট এয়ারবোর্ন পশ্চিম সেক্টরে প্রশিক্ষণরত অবস্থায় ছিল, কিন্তু বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ার ফলে তা অবতরণ করতে বাধ্য হয়। পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। কারণ অনুসন্ধানের জন্য আদালতের পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’‌