সিআইডি ও ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল বোর্ডের টিম এবং দুর্গাপুরের বনদপ্তর এর টিম যৌথভাবে অভিযান চালিয়ে এক হাজারটি বিভিন্ন প্রজাতির টিয়া পাখি উদ্ধার করল। এর আগে তিন তিনবার দুর্গাপুর বনদপ্তরের হাতে ধরা পড়েছে পাখি পাচার চক্রের বেশ কয়েকজন দুষ্কৃতী। উদ্ধার হয়েছে প্রচুর সংখ্যায় বিভিন্ন প্রজাতির টিয়া, ময়না। বেশ কিছুদিন এই পাচার কান্ড বন্ধ থাকার পর আবারও নতুন করে পাচার শুরু হয়েছে। আজ ভোর রাতে মাইথনের কাছাকাছি ডুবুরডিহি চেকপোস্ট থেকে এক হাজারটি বিভিন্ন প্রজাতির টিয়া উদ্ধার করল দুর্গাপুরের বনদপ্তর। এই পাখি পাচার চক্রের খবর ছিল আগেই বনদপ্তরের কাছে। সিআইডির টিম, ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল বোর্ডের টিম এবং দুর্গাপুরের বনদপ্তরের টিম যৌথভাবে এই অভিযান চালায়। আসানসোলের সিং ট্রাভেলসের একটি বাস থেকে এই পাখি গুলি উদ্ধার হয়। এই ঘটনায় ড্রাইভার খালাসী সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । এদেরকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে।