সুপ্রিম কোর্টে ৯ জন বিচারপতি নিয়োগে সম্মতি জানালেন রাষ্ট্রপতি, দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে চলেছেন নাগরত্না
দেশ

সুপ্রিম কোর্টে ৯ জন বিচারপতি নিয়োগে সম্মতি জানালেন রাষ্ট্রপতি, দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে চলেছেন নাগরত্না

বিচারপতি নিয়োগে স্বাক্ষর করে চূড়ান্ত সম্মতি জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ তাঁর কাছে আজ সুপ্রিম কোর্ট কলেজিয়ামের দেওয়া ৯ জন বিচারপতির নাম পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ৷ সুপ্রিম কোর্ট কলেজিয়াম-এর প্রধান দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা ৯ জনের নাম পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে ৷ যাঁদের মধ্যে ৩ জন মহিলা ৷ এঁদের মধ্যে রয়েছেন বিচারপতি বি ভি নাগরত্ন ৷ যিনি ২০২৭-এর সেপ্টেম্বরে দেশের প্রথম মহিলা হিসেবে প্রধান বিচারপতি পদের লাইনে আছেন ৷ তিনি ছাড়া অন্য দুই মহিলা বিচারপতি হলেন তেলেঙ্গানার হিমা কোহলি, গুজরাতের বেলা এম ত্রিবেদী। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সুপ্রিম কোর্ট গঠন হওয়ার পর এখনও পর্যন্ত বিগত ৭১ বছরে খুব কম সংখ্যক মহিলাকেই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে পাওয়া গিয়েছে। এখনও অবধি মাত্র আটজন মহিলাই সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পেরেছেন, সেখানে প্রধান বিচারপতি পদে একজন মহিলার দায়িত্ব গ্রহণ করা মানে নতুন ইতিহাস তৈরি হওয়া। জানা গেছে এই মুহূর্তে কর্ণাটক হাইকোর্টের বিচারপতির পদে রয়েছেন বিভি নাগরত্না। ২০০৮ সালে তিনি ওই হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন। বছর দুয়েক পরে তিনি স্থায়ী বিচারপতি হন। শেষ পর্যন্ত দেশের প্রধান বিচারপতি হলে নিঃসন্দেহে তা হবে এক ঐতিহাসিক মুহূর্ত।