মালদা

নিয়মিত আর্সেনিক মুক্ত জল পাওয়ার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

হক জাফর ইমাম, মালদা:  নিয়মিত আর্সেনিক মুক্ত জল পাওয়ার দাবিতে তিন ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। যত্রতত্র আর্সেনিকমুক্ত জলের পাইপ লাইন ফাটিয়ে অবৈধ কানেকশন হওয়ার জন্য গত ছয় মাস থেকে জল পাচ্ছেনা কালিয়াচক ২নম্বর ব্লকের গঙ্গাপ্রসাদ এর ছবিল পাড়া গ্রামের বাসিন্দারা ।এই জলের দাবিতে আজ তিন ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো। ছবিল পাড়া গ্রামের বাসিন্দারা অবশেষে দুই নম্বর ব্লক সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস এ সমস্যা সমাধানের ইঙ্গিত দিলেন উঠে যায়। ছবিলপাড়া বাসিন্দা আসিফ সেখ আসরাউল সেখ ও গুলজার সেখ জানান আমাদের গ্রামের আগেই বিভিন্ন এলাকায় পাইপলাইন ফাটিয়ে দেওয়ার জন্য আমরা জল পাচ্ছি না। এই পাইপলাইনে চুরি বন্ধ করে আমাদের গ্রামে জল দিতে হবে ।নইলে আমরা বৃহত্তর আন্দলনে যাবো ।” এই পথ অবরোধের সময় এলাকায় ছুটে আসে কালিয়াচক দুই নং ব্লকে র বাঙ্গীটোলা গ্রাম ব্লক সভাপতি টিঙ্কু র রহমান বিশ্বাস । তিনি প্রতিশ্রুতি দিলে পথ অবরোধ উঠে যায় । ব্লক সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাসজানান ” গ্রাম বাসীদের অভিযোগ শুনেছি । ওদের গ্রামে জল যাচ্ছে না । আমি চেষ্টা করবো পি এইচ ই দপ্তরের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করার ।”