অবশেষে জাতিসংঘের হস্তক্ষেপে আফগানিস্থানে চালু হল যাত্রীবাহী বিমান পরিষেবা। গতকাল রাতে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি যাত্রীবাহী বিমান ১১৩ জন বিদেশি যাত্রী নিয়ে দোহার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গিয়েছে। আফগানিস্থানে তালিবান সরকার প্রতিষ্ঠার পরে এই প্রথম কোনও বেসরকারি যাত্রীবাহী বিমান কাবুলের আকাশে উড়ল। বিমানবন্দর সূত্রের খবর, যে ১১৩ জন যাত্রী ওই বিমানে ছিলেন তাঁদের মধ্যে ১১ জন আমেরিকার নাগরিক। বাকিরা কানাডা, ইউক্রেন, জার্মানি এবং ব্রিটেনের নাগরিক বলে জানা গিয়েছে। গত ১৫ আগস্ট আফগানিস্থান তালিবানদের দখলে চলে যাওয়ার পর থেকেই আফগানিস্থানে থাকা অন্যান্য দেশের নাগরিকদের তড়িঘড়ি দেশে ফেরানর কাজ শুরু হয়। তাঁদের নিজেদের দেশের সরকারই তাঁদের দেশে ফেরত নিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দেয়। কিন্তু এই ১১৩ জন কোনও কারণে সেই সময়ে দেশে ফিরতে পারেন নি। তাই জাতিসংঘের মদতে তাঁদের আফগানিস্থানের বেসরকারি বিমান পরিষেবার মাধ্যমেই দেশে ফেরানো হল।