দেশ

অবশেষে উত্তর ভারতে ঢুকল বর্ষা

নয়াদিল্লিঃ অবশেষে উত্তর ভারতে ঢুকল বর্ষা। প্রবল বর্ষণ শুরু হল উত্তর ভারতে। শনিবার সকাল থেকেই আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়েছে উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ এবং হরিয়নায়। মধ্য প্রদেশের উত্তর ভাগ এবং উত্তর প্রদেশের দক্ষিণভাগে ঘনীভূত নিম্নচাপের জেরেই এই বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর. আর এই নিম্নচাপের হাত ধরেই উত্তর ভারতে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গেও। এছাড়া বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্য প্রদেশ, দিল্লি, হরিয়ানা, অরুণাচল প্রদেশেও শুরু হয়েছে বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টা এখানেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।