খেলা

লালবাজারে এসে আবেগে ভাসলেন অলিম্পিকসে সোনা জয়ী নীরজ

কলকাতাঃ মঙ্গলবারই কলকাতায় পা-রেখেছেন ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া ৷ বুধবার লালবাজারে এসে আবেগে ভাসলেন বছর তেইশের এই তরুণ। অলিম্পিকসে সোনা জয়ের পরে প্রথমবার তিলোত্তমায় পা-রাখেন নীরজ ৷ টোকিয়ো অলিম্পিকসে সোনার মেডেল জেতার অনুভূতির কথা এবং সোনার মেডেল লালবাজারের আধিকারিকদের দেখান নীরজ ৷ এদিন শহরের এক সংবর্ধনা অনুষ্ঠান শেষ করে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে আসেন ভারতীয় এই জ্যাভলিন থ্রোয়ার ৷ এদিন তাঁর হাতে ফুলের স্তবক তুলে দিয়ে সোনার ছেলেকে লালবাজারে স্বাগত জানান কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের একাধিক উচ্চোপদস্থ আধিকারিক। তাঁকে পুরো লালবাজার ঘুরে দেখান নগরপাল নিজেই। পাশাপাশি নিয়ে

যাওয়া হয় ট্র্যাফিক কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল রুমে। পরে কলকাতা পুলিশের সমস্থ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন নীরজ। এদিন কলকাতায় এক অনুষ্ঠানে নিজের সাফল্যের পিছনে পরিবারের সমর্থন এবং ত্যাগ স্বীকারের কথা জানিয়েছেন তিনি। জ্যাভলিনের বাইরে ভলিবল খেলতে ভালবাসেন। এখনও সুযোগ পেলেই ভলিবল খেলতে নেমে পড়েন । তার এই ক্রীড়াপ্রেম নিয়ে প্রথমে পরিবার আপত্তি করলেও পরে উৎসাহ দিয়েছে । নীরজের অলিম্পিকস সাফল্য ভারতীয় খেলাধুলোর প্রতি সাধারণের দৃষ্টিভঙ্গির বদল ঘটিয়েছে, এ বিযয়ে কোনও সন্দেহ নেই ৷ তিনি শুধু ক্রীড়াবিদ নন, সেনাবাহিনীর সেলিব্রেটি সদস্যও। তাই কলকাতা পুলিশের হেড কোয়ার্টারে এসে একটু বেশি আপ্লুত হন হরিয়ানার এই তরুণ নীরজ চোপড়া ৷

https://www.facebook.com/kolkatapoliceforce/videos/401826518051018