জেলায় জেলায় শিশুদের জ্বর ও শ্বাসকষ্টের আধিক্য দেখা দেওয়া নিয়ে উদ্বিগ্ন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই তিনি নির্দেশ দিয়েছিলেন দ্রুত এর কারণ খুঁজে বার করতে হবে। পাশাপাশি এই ভাইরাল জ্বরের চিকিত্সার জন্য় একটি সম্পূর্ণ গাইডলাইন বা SOP তৈরি করার নির্দেশও দিয়েছিলেন স্বাস্থ্য়কর্তাদের। শনিবারই সেই গাইডলাইন বা ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ ঘোষণা করে দিল রাজ্য়ের স্বাস্থ্য় দফতর। বিশেষজ্ঞ চিকিত্সকদের দ্বারা তৈরি করা ওই গাইডলাইনে বিস্তারিত জানানো হয়েছে আক্রান্ত শিশুদের পর্যবেক্ষণের পদ্ধতি, প্রাথমিক ঘরোয়া চিকিত্সা এবং বিপদের পূর্বাভাস বুঝে কীভাবে তাঁকে হাসাপাতালে ভর্তি করাতে হবে। ইতিমধ্য়েই উত্তরবঙ্গে বিশেষজ্ঞ চিকিত্সকদের একটি দল পাঠিয়ে দেওয়া হয়েছে। আরও কয়েকটি দল গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে। এবার ভাইরাল ওই জ্বরের চিকিত্সা পদ্ধতি সংক্রান্ত নির্দেশিকা প্রস্তত করে ফেলল স্বাস্থ্য়ভবন। তা জেলাগুলিতে পাঠিয়েও দেওয়া হয়েছে।