আগামী ৪ অক্টোবর রাজ্যসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সুস্মিতা দেবের জয় নিশ্চিত ছিল এমনিতেই। এবার তাতে কার্যত শিলমোহর পড়ে গেল। সোমবারই রাজ্য়ের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী টুইট করে জানিয়ে দিলেন রাজ্য়সভা সংসদ নির্বাচনে বিজেপি পার্থী দিচ্ছে না। শুভেন্দু টুইটে লেখেছেন, ‘ফলাফল পুর্বনির্ধারিত, তাই রাজ্য়সভা নির্বাচনে কোনও প্রার্থীকে মনোয়নয় দেবে না। তিনি আরও লেখেন, বিজেপির একমাত্র লক্ষ্য় ‘অনির্বাচিত’ মুখ্যমন্ত্রীকে আরও একবার হারানো। জয় মা কালী’। মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া আসনে আগামী ৪ অক্টোবর নির্বাচন হবে। ওইদিনই ফলাফল ঘোষণা করে দেবে কমিশন। তৃণমূলের দখলে থাকা ওই আসনে ইতিমধ্য়েই সুস্মিতা দেব-কে মনোনয়ন দিয়েছে তৃণমূল কংগ্রেস। অসমের শিলচরের প্রাক্তন কংগ্রেস সাংসদ সদ্য়ই তৃণমূলে যোগদান করেছেন। প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা দেব-কে রাজ্য়সভায় পাঠিয়ে বিজেপির ওপর চাপ বাড়াতে চাইছে রাজ্য়ের শাসকদল। ভোটাভুটি হলেও সংখ্য়ার বিচারে ওই আসনে তৃণমূলের জয় কার্যত নিশ্চিত ছিল। এবার শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন বিজেপি কাউকে মনোয়নন দেবে না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জিততে চলেছেন তৃণমূল প্রার্থী সুস্মিতা দেব।