কর ফাঁকি দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেতা সোনু সুদ। কিছুদিন আগেই তাঁর বাড়িতে হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা। এবার সেই নিয়ে মুখ খুললেন সোনু । করোনাকালে অসংখ্য সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানো থেকে শুরু করে অনেক দুঃস্থ মানুষের চিকিৎসার দায়ভার নিয়েছেন সোনু। অবশেষ কর ফাঁকি দেওয়া নিয়ে মুখ খুললেন তিনি। সোমবার ট্যুইটারে তিনি লেখেন, ‘সবসময়ে নিজের কথা নিজেকে ঢাক পিটিয়ে বলতে নেই। সঠিক সময় আসলেই সব প্রকাশ পায়। আমি দেশের মানুষের কাজে নিজেকে উত্সর্গ করেছি। আমার মন-প্রাণ দিয়ে যথাসাধ্য চেষ্টা মানুষের জন্য কাজ করার। আমার ফাউন্ডেশনের প্রতিটি অর্থ গরিব মানুষের কাজে লাগার অপেক্ষায়।’ পাশাপাশি তিনি আরও বলেন, আমি চেষ্টা করছি যাতে একজনেরও পাশে দাঁড়াতে পারি, এবং অসহায় মানুষদের সাহায্য করতে পারি।’


