কলকাতা

১৪৪ ধারা লঙ্ঘণ করে প্রচারের চেষ্টা বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের, ফের পুলিশের সঙ্গে বচসা

 আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার জন্য এখন জোর কদমে প্রচার চলছে তৃণমূল আর বিজেপি উভয় তরফেই। সোমবার ভারী বৃষ্টির জন্য দুই দলেরই প্রচারে ধাক্কা লেগেছিল। তাই মঙ্গলবার সকাল থেকেই দুই দলের তরফেই শুরু হয়েছে জোর কদমে প্রচার। কিন্তু সেই প্রচারে বেড়িয়ে ১৪৪ ধারা লঙ্ঘণ করে পুলিশের সঙ্গে বিতর্ক বিবাদে জড়ানোর অভিযোগ উঠলো বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ভবানীপুরের পটুয়াপাড়ায় প্রচারে যান প্রিয়াঙ্কা। সেই সময় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে প্রচার করতে চাইছিলেন। কিন্তু সেখানে থাকা পুলিশকর্মীরা তাঁকে জানান, ওই এলাকায় ১৪৪ ধারা জারি আছে। তাই চারজনের বেশি লোকজন নিয়ে সেখানে প্রচার করা যাবে না। অভিযোগ, প্রিয়াঙ্কা সেই বিধিনিষেধ মানতে চাননি ও তার জেরে তাঁর সঙ্গে কর্তব্যরত পুলিশকর্মীদের বাকবিতন্ডা শুরু হয়। পুলিশ জানিয়েছে, প্রিয়াঙ্কা কোভিডবিধি মেনে প্রচার করছিলেন না। তাঁর সঙ্গে যে সংখ্যক কর্মী ছিল, সেই সংখ্যক লোক নিয়ে ঘুরে ঘুরে প্রচারে অনুমতি নেই। কার্যত নির্বাচনী বিধি ভেঙেই প্রচার করছিলেন তিনি। সেই কারনেই তাঁকে বাধা দেওয়া হয়। যদিও প্রিয়াঙ্কার দাবি, পুলিশ ইচ্ছাকৃতভাবে তাঁকে প্রচারের কাজে বাধা দিয়েছে। বিষয়টি নিয়ে তিনি তাই নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন। কালিঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রিয়াঙ্কা ১৪৪ ধারা লঙ্ঘণ করে বেআইনি জমায়েত ঘটান পটুয়াপাড়ায়।