দেশ

ফের বাতিল মহামিছিল, ত্রিপুরায় হাইকোর্টে গিয়েও মিলল না মিছিলের অনুমতি, আগামীকালই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক

মিছিলের অনুমতি না পেলেও আগামীকাল ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামিকাল আগরতলায় মিছিল করার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কিন্তু এ দিনই ত্রিপুরা হাইকোর্টে ত্রিপুরা সরকার জানিয়ে দেয়, আগামী ৪ নভেম্বর পর্যন্ত করোনা অতিমারি এবং দুর্গা পুজোর কথা মাথায় রেখে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্তে হাইকোর্ট সায় দেওয়ায় এই নিয়ে তিন বার ত্রিপুরায় অভিষেকের মিছিল বাতিল করতে হল৷ তৃণমূল সূত্রে খবর, মিছিল বাতিল হলেও বুধবার আগরতলায় পৌঁছে অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন অভিষেক ৷ গত ১৫ সেপ্টেম্বর প্রথমবার আগরতলায় অভিষেকে মিছিলের ডাক দেয় তৃণমূল কংগ্রেস৷ সেই মিছিলের অনুমতি দেয়নি ত্রিপুরা পুলিশ ৷ এর পর ১৬ সেপ্টেম্বর ফের মিছিলেন ডাক দেওয়া হয়৷ এবারেও মেলেনি অনুমতি৷ ২২ সেপ্টেম্বর ফের মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল নেতৃত্ব৷ তৃণমূলের মিছিলের আবেদনের পরিপ্রেক্ষিতে ত্রিপুরা সরকারকে নিজেদের অবস্থান জানানোর জন্য নির্দেশ দিয়েছিল আদালত৷ শেষ পর্যন্ত অবশ্য আইনি পথে গিয়েও বুধবার আগরতলায় অভিষেকের মিছিলের অনুমতি পাচ্ছে না তৃণমূল৷ তাতে অবশ্য দমছেন না অভিষেক৷ সূত্রের খবর, বুধবারই অভিষেকের উপস্থিতিতে আগরতলায় অন্যান্য দল থেকে বেশ কয়েকজন নেতা তৃণমূলে যোগ দিতে পারেন৷