কয়লা পাচার কাণ্ডে চার কয়লা মাফিয়াকে গ্রেফতার করল সিবিআই ৷ ধৃতরা লালার সহযোগী ছিল৷ সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা তাদের গ্রেপ্তার করেছে৷ ধৃতরা গুরুপদ মাঝি, জয়দেব মণ্ডল, নিরদ মণ্ডল ও নারায়ণ নন্দ৷ আসানসোল-বাঁকুড়া থেকে চার কয়লা মাফিয়া গ্রেফতার। সিবিআই গোয়েন্দারা দিন কয়েক আগে পাচার চক্রের পাণ্ডা অনুপ মাজি ওরফে লালার শ্বশুরবাড়িতে হানা দেন। কাউকে গ্রেফতার করতে পারলেও একাধিক সূত্র পায় তাঁরা। তার ভিত্তিতেই ধৃত জয়দেব মণ্ডলের আসানসোলের বাড়িতে গোয়েন্দারা তল্লাশি বানা দেয়। লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী গুরুপদ মাজির বাড়ি সহ চার জায়গায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, জয়দেব মণ্ডলের হাতে সিপিএমের আমলে কয়লা পাচারের গোটা সাম্রাজ্য ছিল। তৃণমূল সরকার ক্ষমতায়চ আসার পর কোণঠাসা হয়ে পড়েন ব্যবসায়ী জয়দেব। এর আগে জয়দেবকে ২০১১ সালে কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ।