কলকাতা

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল হাওড়া ও হুগলি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

নিম্নচাপের জেরে বৃষ্টি ও ডিভিসির থেকে জল ছাড়ায় রাজ্যে হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। নদীর বাঁধ ভেঙে বহু এলাকায় জলের তলায় চলে গিয়েছে। এই পরিস্থিতিতে আগামীকাল  হাওড়ার উদয়নারায়ণপুর ও হুগলির বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কাল আকাশপথে হাওড়া ও হুগলির প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া ও হুগলির প্লাবিত বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী। উদয়নারায়ণপুর, খানাকুলের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। পরে প্রশাসনিক বৈঠক করবেন।