সপ্তাহের প্রথম কাজের দিনেই আগুন লাগল কলকাতার কলুটোলা স্ট্রিটে ৷ কলুতলা স্ট্রিটের চারতলা একটি বিল্ডিংয়ে আগুন লাগে।। ঘটনাস্থলে রয়েছে দমকলের ১০ টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভানোর কাজে সমস্যা হচ্ছে। বাড়িটির ৩ তলায় আগুন লেগেছে, সেখানে কেউ আটকে রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন যাতে বাড়িটির অন্যান্য তলায় ছড়িয়ে না পড়ে সেই বিষয়ে নজর রাখছে দমকল আধিকারিকরা। বাড়িটির কেউ আটকে রয়েছে কিনা তা দেখা হচ্ছে। আশেপাশের এলাকা পুরো আগুনের ধোঁয়ায় ঢেকে গিয়েছে। কলুটোলা স্ট্রিটে বিল্ডিংয়ের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলছে। দমকল কর্মীরা বাইরে থেকে সেই আগুন দ্রুত নিয়ন্ত্রমে নিয়ে আসার। আগুন নেভাতে দমকল কর্মীরা অত্যাধুনিঈক প্রযুক্তির ব্যবহার করছেন। কলুটোলা স্ট্রিটে বহুতলে আগুন লাগার খবর পেয়েই আশেপাশের এলাকা থেকে স্থানীয়রাও ছুটে আসেন। বাড়িটির ভিতর থেকে সবাইকে নিরাপদে বের করে আনা হয়। দমকল আধিকারিকরা জানাচ্ছেন বাড়িটির ভিতরে কেউ আটকে নেই।