আজ সকালেই একটি নতুন ভিডিও শেয়ার করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ভিডিওটি যে লখিমপুর খেরির সেটাও জানিয়েছেন তৃণমূল সাংসদ। আর ওই ভিডিও টুইট করেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ইস্তফা দাবি করলেন। পাশাপাশি লিখলেন, ‘অজয় মিশ্র মিথ্যা কথা বলা বন্ধ করুন। সেদিন কোনও দুর্ঘটনা ঘটেনি, এই ভিডিও তার প্রমান’। তৃণমূল সাংসদের এই ভিডিও সামনে আসার পরই শোড়গোল পড়ে যায় জাতীয় রাজনীতিতে। মহুয়া মৈত্রর শেয়ার করা নতুন ভিডিওয় দেখা যাচ্ছে, শান্তভাবে মিছিল করে চলা একদল নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর দ্রুতগতিতে গাড়ি চালিয়ে বেরিয়ে যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর কনভয়। গাড়িটি যে অজয় মিশ্রেরই SUV তাও চিহ্নিত করা গিয়েছে বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ। ওই ভিডিওর নীচেই মহুয়া কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘অসম্পাদিত এই ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে ওখানে কোনও দুর্ঘটনা হয়নি। আপনার কনভয় দ্রুতগতিতে ভিড়কে পিষে দিয়ে বেরিয়ে গেল’। তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহয়ের দিকে তোপ দেগে তৃণমূল সাংসদের পরামর্শ, ‘অমিত শাহ এমন ঘটনার পর আপনার ইস্তফা দেওয়া উচিত। অন্তত আপনার মিথ্যুক মন্ত্রীদের ইস্তফা চান’।