মালদা

শহরে গ্রামীণ এলাকার টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারির পর সরাসরি প্রশাসনের সঙ্গে সংঘাতে টোটো চালকেরা

হক জাফর ইমাম, মালদাঃ মালদা শহরে গ্রামীণ এলাকার টোটো চলাচলে নিষেধাজ্ঞা হওয়ার পর এবার সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে সংঘাতে নামল টোটো চালকেরা। মঙ্গলবার সকালে পুরাতন মালদার থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের সেতুমোড়  এলাকায় ইংরেজবাজার পুরসভার জঞ্জাল সাফাইয়ের গাড়ি আটকে দেয় আন্দোলনকারী টোটো চালকের। এরপরেই  ওই রাস্তা দিয়ে আসা মালদা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের গাড়ি  এবং জেলা প্রশাসনের একটি সরকারি গাড়ি আটকে বিক্ষোভ দেখান টোটো চালকেরা । যদিও ওই গাড়িতে চেয়ারম্যান বা প্রশাসনের কোন কর্তারা সেই সময় ছিলেন না। এদিন সকাল ১১টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সেতুমোড় এলাকা। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে সরকারি গাড়ি আটকে চলে টোটো চালকদের বিক্ষোভ । পড়ে খবর পেয়ে পুরাতন মালদা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।  পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দীর্ঘক্ষণ আলোচনার পর অবশেষে অবরোধ উঠে যায়। উল্লেখ্য,  মালদা শহরের যানজট নিয়ন্ত্রণ করতে এবং টোটো দৌরাত্ম্য ঠেকাতে গত ৫ জুলাই থেকে শহরের মধ্যে গ্রামীণ এলাকার টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করে

প্রশাসন । এরপর থেকে দফায় দফায় শুরু হয় গ্রামীণ এলাকার টোটো চালকদের বিক্ষোভ। বিভিন্ন এলাকায় পৃথকভাবে সড়ক অবরোধ করা হয় । গত সোমবার টোটোর পরিস্থিতি নিয়ে সর্বদলীয় একটি বৈঠক করে প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। কিন্তু সেখানেও গ্রামীণ এলাকার টোটো চলাচলের বিষয়ে নির্দিষ্টভাবে কোন সিদ্ধান্ত নেওয়া হয় নি। আর তাতেই ক্ষিপ্ত হয়ে উঠেছে শহরকেন্দ্রিক গ্রামীণ এলাকার শতাধিক টোটো চালকেরা। এই দিন সকালে সেতুমোড় এলাকার সড়ক ধরে মালদা ইংরেজবাজার পৌরসভার আবর্জনা ফেলার গাড়ি যাচ্ছিল। সেই সময় ওই গাড়িটি পথ আটকায় কয়েকশো টোটো চালক। গাড়িটিকে রাস্তায় দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এরপরই পুরসভার চেয়ারম্যানের গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সেই গাড়িটিকেও আন্দোলনকারী টোটো চালকেরা দাঁড় করিয়ে দেয়। যদিও ঘটনার সময় গাড়িতে চেয়ারম্যান ছিলেন না। এরপরই আরও একটি সরকারি গাড়ি ওই রাস্তায় আটকে বিক্ষোভ দেখাতে থাকেন টোটো চালকেরা। অবশেষে ডি এন টি ডিএসপি শ্যামল কুমার মন্ডল এবং বিশাল পুলিশবাহিনী এসে ক্ষিপ্ত অটোচালকদের সঙ্গে একটি বৈঠক করেন এবং বৈঠকে একটি সিদ্ধান্ত হয় যে যাতে করে গ্রামীণ টোটো টোটো গুলো মালদা ইংলিশ বাজারের শহরের স্টেশন, হসপিটাল ,রথবাড়ি প্রভৃতি জায়গা চেন মাফিক যাতায়াত করতে পারে এই দাবিকে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে টোটো চালকেরা তাদের অবরোধ তখনকার মতন তুলে নেন।