এবার ২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য ভারত বায়োটেকের তৈরি করোনার টিকা কোভ্যাক্সিনকে অনুমোদন দিল কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি। সেপ্টেম্বরে ১৮ বছরের কম বয়সি শিশুদের দ্বিতীয় এবং তৃতীয় ধাপের ট্রায়াল শেষ হয়েছিল এবং ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়ার কাছে সেই ট্রায়ালের রিপোর্ট সংস্থার তরফে জমা দেওয়া হয়েছিল। যাবতীয় ফলাফল পর্যালোচনা করার পর মঙ্গলবার ভ্যাকসিনের প্রয়োগে ছাড়পত্র দিল ডিসিজিআই। জানা গিয়েছে, কোভ্যাক্সিনের দু’টি ডোজের মধ্যে এক্ষেত্রে ব্যবধান থাকবে ২০ দিনের। প্রসঙ্গত, কেন্দ্রের তরফে ছাড়পত্র মিললেও কোভ্যাক্সিনকে এখনও অনুমোদন দেয়নি WHO।