বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে গণধর্ষণ মামলায় আগাম জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি কৌশিক চন্দ্রর ডিভিশন বেঞ্চের রায়ে ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডের জামিনে সাময়িক স্বস্তি পেলেন তিনি। আদালত জানিয়েছে, নিম্ন আদালতে বিচারকের সিদ্ধান্ত সঠিক ছিল না। হাইকোর্ট মনে করছে, নিম্ন আদালতের আরও নানা দিক খতিয়ে দেখা দরকার ছিল। সেই সঙ্গে, এই মামলা যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং তদন্ত যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে, তাই আবেদনকারীর রক্ষা কবচের দরকার। মামলার পরবর্তী শুনানি ২২ অক্টোবর। ২০১৮ সালে বেহালার শরশুনা মহিলা পুলিশ স্টেশন এবং বোলপুর থানায় দায়ের হয়েছিল ধর্ষণের অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে ৪১৭, ৩৭৬ডি ও ৪০৬ ধারায় চার্জশিট দেয় পুলিশ। পরবর্তী সময়ে ওই দলীয় নেত্রী ফের অভিযোগ করেন ভবানীপুরে বিজেপি কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় নিজের বাড়িতে ফের তাঁকে গণধর্ষণ করেন।