বিদেশ

পাকিস্তানে পুলিশের হাতে গ্রেফতার লস্কর-ই-তৈয়বা জঙ্গি সংগঠনের প্রধান

লস্কর-ই-তৈয়বা জঙ্গি সংগঠনের প্রধান হাফিজ সাঈদকে গ্রেফতার করে তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে। হাফিজ সাঈদের বিরুদ্ধে পাকিস্তানে ২৩ টি মামলা রয়েছে। ভারতের দাবি, ২০০৮-এ ভারতে মুম্বাই হামলার মাস্টারমাইন্ড এই হাফিজ সঈদ। ভারতের ওই কুখ্যাত জঙ্গি হানার পরেও হাফিজ সাঈদকে দেখা গেছে পাকিস্তানে খোলাখুলি ভাবে ঘুরে বেড়াতে। চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক চাপে পাকিস্তান হাফিজ সাঈদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ দায়ের করে। পাকিস্তানের পাঞ্জাব পুলিশের সন্ত্রাস বিরোধী বিভাগের প্রথম রিপোর্টে সন্ত্রাসে অর্থ যোগানোসহ একাধিক অপরাধের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।