ভারতে ছাড়পত্র দেওয়া হয়েছে স্পুটনিক ভি টিকাকে। কিন্তু, সম্প্রতি নামিবিয়াতে এই ভ্যাকসিনের ব্যবহার স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট দেশের দাবি, স্পুটনিক ভি টিকা ব্যবহার করলে পুরুষদের HIV-তে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। শুধু নামিবিয়া নয়, একই সুর শোনা গিয়েছে দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞদের থেকেও। দক্ষিণ আফ্রিকা রাশিয়ার তৈরি এই টিকা ব্যবহারের অনুমতি দেয়নি। সংশ্লিষ্ট দেশের দাবি, স্পুটনিক ভি টিকা ব্যবহার করলে পুরুষদের HIV-তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র তরফে ছাড়পত্র পায়নি স্পুটনিক ভি টিকা। নামিবিয়ার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘অবিলম্বে স্পুটনিক ভি টিকার ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ যাঁরা এই টিকা নিচ্ছেন তাঁদের HIV সংক্রমণের ঝুঁকি বেশি হতে পারে।’ এখনও পর্যন্ত সংশ্লিষ্ট দেশে ১২০ ডোজেরও কম স্পুটনিক ভি টিকা দেওয়া হয়েছিল। সাউথ আফ্রিকান হেলথ প্রোডাক্ট রেগুলেটরি অথরিটি (SAPHRA)-র তরফে গত সোমবার জানানো হয় স্পুটনিক ভি-কে তারা অনুমোদন দেবে না। দক্ষিণ আফ্রিকায় এই টিকার ব্যবহার পুরুষদের মধ্যে HIV পজিটিভ হওয়ার ঝুঁকি বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর তার জন্যই এই সিদ্ধান্ত। যদিও এই দাবিগুলিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে টিকা নির্মাতা সংস্থা। রাশিয়ার গামালিয়া সেন্টার এই টিকা প্রস্তত করেছিল। তাদের দাবি, স্পুটনিক ভি টিকা ব্যবহার করলে HIV-র ঝুঁকি বাড়ে এই ধারনা সম্পূর্ণ অমূলক। এখনও পর্যন্ত এই ধরনের কোনও প্রমাণ পাওয়া যায়নি।