কেন্দ্র সরকার আইআরসিটিসি থেকে তার কনভেনিয়েন্স ফি নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। আইআরসিটিসি বৃহস্পতিবার ঘোষণা করেছে যে কোম্পানিকে ৫০:৫০ অনুপাতে রেলের সঙ্গে কনভেনিয়েন্স ফি ভাগ করতে হবে। DIPAM সচিব টুইট করে এই তথ্য জানিয়েছেন। তিনি টুইটে বলেছেন যে রেল মন্ত্রক আইআরসিটিসি কনভেনিয়েন্স ফি সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তের ঘোষণার পরে, DIPAM সচিব তুহিন কান্ত পান্ডে বলেছেন যে, আইআরসিটিসি এই বিষয়ে তার অবস্থান তুলে ধরেছে এবং কেন্দ্র সরকার এটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, এই সিদ্ধান্ত নিয়ে আরও চিন্তাভাবনা করা উচিত ছিল। আর বিনিয়োগকারীদের আগ্রহ সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
https://twitter.com/SecyDIPAM/status/1453958990606393346/


